WB Madhyamik result 2023 । West Bengal Madhyamik topper 2023। WBBSE toppers 2023 । West Bengal Madhyamik result 2023 portal

debdutta





Madhyamik result 2023: ১৯ মে শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের (Madhyamik 2023) ফলপ্রকাশ করা হয়। পরীক্ষার ৭৪ দিনের মাথায় ফলপ্রকাশ হলো মাধ্যমিকের।


সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। দুপুর ১২টায় পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। আজ বিদ্যালয়গুলিতেও পাওয়া যাবে মার্কশিট, সার্টিফিকেট।


৪ মার্চ শেষ হয় ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার ৭৪দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। মোট পরীক্ষার্থী ৬৮২৩২১ জন। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে । পাস করেছে ৫ লক্ষ ৬৫ হাজার । 

প্রতিটি বিষয়ের গ্রেডিং থাকার পাশাপাশি মোট নম্বরের সাথেও গ্রেডিং থাকছে এবং প্রতিটি মার্কশিট ও শংসাপত্রে থাকছে কিউ আর কোড।


১৬ টি জেলা থেকে ১১৮ জন রয়েছে প্রথম দশে। বাঁকুড়া জেলা থেকে ১৪ জন, সাউথ কলকাতা থেকে ১৩ জন, পূর্ব মেদিনীপুর থেকে ১১, উত্তর চব্বিশ পরগনা থেকে ৯ জন, পশ্চিম বর্ধমান থেকে ৯ জন, পুরুলিয়া থেকে ৬ জন, হুগলি থেকে ৫ , মালদা থেকে ৪ জন, কোচবিহার থেকে ৩ জন মেধা তালিকায় রয়েছেন। 

এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুর্গাদাসি চৌধুরানী স্কুলের দেবদত্ত মাঝি তার প্রাপ্ত নম্বর ৬৯৭ ।


যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে রিফত হাসান সরকার এবং শুভম পাল। তাঁরা পেয়েছেন ৬৯১ নম্বর।


সারভার ইমতিয়াজ, সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল ৬৯০ পয়ে একসঙ্গে তৃতীয় হয়েছেন এবারের মাধ্যমিকে।

চতুর্থ স্থানে বেলদা কুমুদিনি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমাদ্রিতা সেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনিশ বারুই, রঘুনাথ বেড়া হাই স্কুলের তুহিন বেড়া ও বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায়। এদের প্রাপ্ত নম্বর ৬৯৮।

পঞ্চম- ৬৮৮
সুপ্রভা আদক
অন্বেশা চক্রবর্তী
এশান পাল 
রূপায়ণ পাল
অনুশ্রেয়া দাস
শুভজিত দেব

ষষ্ঠ - ৬৮৭
বিদিশা কুণ্ডু 
সুতীর্থ পাল 
অনিক বারুই 
সৌম্যদ্বীপ দাস 
সৌম্যদ্বীপ নায়েক 
সুরজিন্দু মণ্ডল 
অপূর্ব সামন্ত 
প্রানিঞ্জস 
সতীর্থ সাহা 
রায়ান আবেদিন 
রিতীশ দাস

WB Madhyamik result 2023 । West Bengal Madhyamik topper 2023। WBBSE toppers 2023 । West Bengal Madhyamik result 2023 portal



সপ্তম- ৬৮৬
সুচেতনা রায় 
অদ্রীজ গুপ্ত 
অনুশ্মিতা সাতরা
যীশ্নু ঘোষ 
শুভম হাজরা
শিবেন্দু বেরা 
শুভদীপ সরকার 
প্রাপ্তি ঘোষাল 
স্নেহা কর 
রিদ্দিক পাল 
সামরিন আক্তার 
প্রান্তিক গারমালি
সত্যম বনিক (কোচবিহার, রামভোলা)
গোলাম মাসুদ বিশ্বাস 
শেখ আয়ান রশিদ
মহম্মদ ফাহিম আনিস

WB Madhyamik topper 2023



অষ্টম ৬৮৫
দেবজ্যোতি ভট্টাচার্য
শিবম মণ্ডল 
অবম সেন বর্মন 
তিস্তা বেরা 
শুভজিৎ দে 
সোনাই মুখার্জী
অশ্চিমান চক্রবর্তী
সমিতা প্রামাণিক
শেখ আফিফ জাহিন
রাজদীপ শাসমল
ফারিন আক্তার 
আফিয়া আকিলা 
অরন্য লালা 
দেবকুমার মিশ্র
রুদ্রনীল ঘোষ 
অভীক আদক

নবম ৬৮৪ 
শিবম পাঠক 
আরিয়ান গোস্বামী 
অর্কপ্রভ জানা 
দৈপায়ন মান্না 
শুভ্র সাধুখা 
সমুদ্র দত্ত 
সংহিতা দাস 
কৃষ্ণকলি ত্রিপাঠি



বিস্তারিত আসছে, রিফ্রেশ করুন