জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ছেলে স্মরণ দেবনাথ মাধ্যমিকে সপ্তম স্থানাধিকারী 

smaran debnath



বৈরাতীগুড়ি হাই স্কুলের ছাত্র স্মরণ। ছোট থেকে মেধাবী। ধূপগুড়ি শহরের ১২ নং ওয়ার্ড সুকান্তপল্লীর বাসিন্দা।

নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এই স্মরণের সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ জলপাইগুড়ি জেলার ১২ নং ওয়ার্ডের বাসিন্দারা।

৭৪ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো আজ। আর মেধা তালিকায় জলপাইগুড়ি জেলা থেকে এবছর একমাত্র প্রথম দশে স্থান পেয়েছেন একজন। ধূপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্মরণ দেবনাথ রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে।

ফলাফল প্রকাশ হতেই দেখা যায় স্মরণ দেবনাথ মাধ্যমিকে ৬৮৬ নম্বর পেয়েছে। দিনে ছয়- সাত ঘণ্টা করে পড়তো সে। পড়ার পাশাপাশি খেলাধুলা করতো সে। সেইসাথে কুইজে অঘাত দক্ষতা । আপাতত বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বে সে। তার এই মাধ্যমিকের সাফল্যের পিছনে বাবা, মা সহ গৃহশিক্ষক ও বিদ্যালয়ের ভূমিকা রয়েছে বলে জানিয়েছে সে।

পেশায় স্বর্নকার বিপ্লব দেবনাথ ছেলের সাফল্যে খুশি।