WB Madhyamik result 2023 । West Bengal Madhyamik topper 2023। WBBSE toppers 2023 । West Bengal Madhyamik result 2023 portal
Madhyamik result 2023: ১৯ মে শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের (Madhyamik 2023) ফলপ্রকাশ করা হয়। পরীক্ষার ৭৪ দিনের মাথায় ফলপ্রকাশ হলো মাধ্যমিকের।
সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। দুপুর ১২টায় পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। আজ বিদ্যালয়গুলিতেও পাওয়া যাবে মার্কশিট, সার্টিফিকেট।
৪ মার্চ শেষ হয় ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার ৭৪দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। মোট পরীক্ষার্থী ৬৮২৩২১ জন। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে । পাস করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ।
প্রতিটি বিষয়ের গ্রেডিং থাকার পাশাপাশি মোট নম্বরের সাথেও গ্রেডিং থাকছে এবং প্রতিটি মার্কশিট ও শংসাপত্রে থাকছে কিউ আর কোড।
১৬ টি জেলা থেকে ১১৮ জন রয়েছে প্রথম দশে। কোচবিহার থেকে মেধা তালিকায় রয়েছে ৩জন
৬৮৬ পেয়ে সপ্তম স্থানে সপ্তম বণিক, রামভোলা হাইস্কুল,কোচবিহার থেকে ।
৬৮৫ পেয়ে কোচবিহারের দিনহাটা গোপালনগর উচ্চবিদ্যালয় থেকে অষ্টম স্থানে প্রত্যুষা বর্মন ।
৬৮৪ পেয়ে বক্সিরহাট হাই স্কুল থেকে নবম স্থানে তুষার দেবনাথ ।
Congratulations
উত্তরমুছুনCongratulations
উত্তরমুছুনGotobarer tulonay onekta kom
উত্তরমুছুন