WB Madhyamik result 2023 । West Bengal Madhyamik topper 2023। WBBSE toppers 2023 । West Bengal Madhyamik result 2023 portal

topper list

Madhyamik result 2023: ১৯ মে শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের (Madhyamik 2023) ফলপ্রকাশ করা হয়। পরীক্ষার ৭৪ দিনের মাথায় ফলপ্রকাশ হলো মাধ্যমিকের।


সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। দুপুর ১২টায় পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। আজ বিদ্যালয়গুলিতেও পাওয়া যাবে মার্কশিট, সার্টিফিকেট।


৪ মার্চ শেষ হয় ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার ৭৪দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। মোট পরীক্ষার্থী ৬৮২৩২১ জন। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে । পাস করেছে ৫ লক্ষ ৬৫ হাজার । 

প্রতিটি বিষয়ের গ্রেডিং থাকার পাশাপাশি মোট নম্বরের সাথেও গ্রেডিং থাকছে এবং প্রতিটি মার্কশিট ও শংসাপত্রে থাকছে কিউ আর কোড।

পূর্ব মেদিনীপুরে পাসের হার সবথেকে বেশি । এবছর পাশের হার ৮৬.১৫%। দুজনের ফল অপ্রকাশিত। পরীক্ষা বাতিল হয়েছে ২০জনের।





বিস্তারিত আসছে, রিফ্রেশ করুন