এই মুহূর্তের বড় খবর, বন সহায়ক নিয়োগের তালিকা বাতিল কলকাতা হাইকোর্টের
2000 বন সহায়ক নিয়োগের (Bana Sahayak Recruitment) তালিকা বাতিল করলো কলকাতা হাইকোর্ট। 2 মাসের মধ্যে নতুন করে নিয়োগ তালিকা তৈরি করতে হবে।
লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী বন সহায়ক নিয়োগের (Bana Sahayak Recruitment) আবেদনপত্র জমা দিয়েছিলো। আর সেই আবেদন যোগ্যতার ভিত্তিতে না যাচাই করে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করে বন দপ্তর এমনি অভিযোগ উঠে। তৎকালীন বনমন্ত্রী দল পাল্টানোর পরে সেই দুর্নীতির কথা প্রকাশ্যে বলেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। আরও পড়ুনঃ Primary Teacher Recruitment Scam : প্রাইমারি নিয়োগ নিয়ে বড় আপডেট, দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি
আজ কলকাতা উচ্চ আদালত ২০০০ জনের বনসহায়ক নিয়োগের তালিকা বাতিল করে নির্দেশ দেয় যারা এতদিন চাকরি করত তাদের এখনই চাকরি বাতিল হচ্ছে না। নতুন নিয়োগ তালিকায় যদি তারা যোগ্যতায় না আসতে পারে তাহলে তাদের চাকরি বাতিল করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊