Latest News

6/recent/ticker-posts

Ad Code

'The Kerala Story' Banned: বাংলায় 'দ্য কেরালা স্টোরি' ব্যান করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

'The Kerala Story' Banned: বাংলায় 'দ্য কেরালা স্টোরি' ব্যান করার নির্দেশ মুখ্যমন্ত্রীর


The Kerala Story Banned



সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) ট্রেলার প্রকাশের পর থেকেই ঝড় উঠেছে বিতর্কের। এই ছবি ব্যান করার আবেদন করেছিলেন অনেকেই। মুক্তি নিয়েও দেখা গিয়েছিল সমস্যা। এবার বাংলার মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ এই ছবি নিয়ে। 'দ্য কেরালা স্টোরি' ব্যান করার ঘোষনা করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



'দ্য কেরালা স্টোরি' দেখালে রাজ্যের শান্তিশৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করে ছবিটি ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাল থেকেই এই ছবির সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।



গত ৫ মে মুক্তি পায় সুদীপ্ত সেন পরিচালিত ছবি 'দ্য কেরালা স্টোরি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদাহ্ শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code