প্রয়াত কালপুরুষে-র স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার




প্রয়াত 'কালপুরুষ'-র স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার। বেসরকারি হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন 'কালপুরুষে'-র স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার। 


১৯৪৪ সালের ১০ মার্চ, জলপাইগুড়িতে জন্ম সমরেশ মজুমদারের। 'উত্তরাধিকার', 'কালবেলা', 'কালপুরুষ' সহ একাধিক উল্লেখযোগ্য উপন্যাস রয়েছে। তিনি ঔপন্যাসিক হিসেবে বিখ্যাত হলেও, ছোটগল্প, কিশোর উপন্যাস, নাটক, চিত্রনাট্যসহ, গোয়েন্দাকাহিনীও রচনা করেছেন। তাঁর সাতকাহন, গর্ভধারিণী, মৌষকাল, ট্রিলজি - উত্তরাধিকার- কালবেলা-কালপুরুষ, আট কুঠুরি নয় দরজা ইত্যাদি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 


গ্রুপ থিয়েটারের প্রতি তাঁর ছিল ভীষণ ঝোঁক। মঞ্চনাটকে চিত্রায়নের উদ্দেশ্যে তিনি সর্বপ্রথম 'অন্তর আত্মা' নামের একটি গল্প রচনা করেছিলেন। সেই গল্পে নাটক মঞ্চায়িত না হলেও পশ্চিমবঙ্গের পাক্ষিক সাহিত্য পত্রিকা দেশ-এ প্রকাশিত হয় গল্পটি। সেই থেকেই শুরু তাঁর লেখকজীবন।



বিভিন্ন সময়ে আনন্দ পুরস্কার, সত্য আকাদেমী পুরষ্কার, বঙ্কিম পুরস্কার এবং আইআইএমএস পুরস্কার অর্জন করেছেন। 


জলপাইগুড়ির জেলা স্কুল থেকে তার পড়াশুনা শুরু হয়। কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।