Sienna Wier: মাত্র ২৩ বছর বয়সেই চলে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী ও মডেল সিয়েনা ওয়ার

মাত্র ২৩ বছর বয়সেই চলে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী ও মডেল সিয়েনা ওয়ার 

Sienna wier


মাত্র ২৩ বছর বয়সেই চলে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী ও মডেল সিয়েনা ওয়ার। নিউইয়র্ক পোস্ট থেকে জানা যাচ্ছে, মাত্র ২৩ বছর বয়সেই বিদায় নিলেন এই মডেল। ২০২২ সালের মিস ইউনিভার্সের ফাইনালিস্ট ও অস্ট্রেলিয়ার ফ্যাশন মডেল সিয়েনা ওয়েয়ার।গত মাসে অস্ট্রেলিয়ায় ঘোড়ায় চড়তে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এই শখের ঘোড়া সওয়ার কেড়ে নিল তাঁর প্রাণ। মডেলিং সংস্থা স্কুপ ম্যানেজমেন্টও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।প্রতিবেদন অনুযায়ী, ২ এপ্রিল অস্ট্রেলিয়ার উইন্ডসর পোলো গ্রাউন্ডে রাইড করছিলেন মিস ওয়েয়ার। এ সময় ঘোড়া থেকে পড়ে চোট পান। ভর্তি করা হয় হাসপাতালে। চলে যান কোমায়। বৃহস্পতিবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু শেষ রক্ষে হল না।

Post a Comment