৩২০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে 

Cough syrup rescue bsf


দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভীমপুর বিওপি এলাকার চাপা হাট এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে ৩২০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ বা ফেন্সিগ্রিপ বাজেয়াপ্ত করেছে ৬১ নম্বর বিএসএফ বেটেলিয়ানের কর্তব্যরত জোয়ানরা।




উল্লেখ্য ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি বর্ডার বরাবরই চোরাকারবারিদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চোরা কারবারীদের কার্যকলাপ প্রায়ই খবরের শিরোনামে থাকে।




এমনই ঘটনা ঘটলো হিলি র ভীমপুর বিওপির চাপা হাট এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের কর্তব্যরত জোয়ানরা আচমকা হানা দিয়ে ৩২০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ বা ফেন্সিগ্রিপ বাজেয়াপ্ত করে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ হাজার ৬৯৯ টাকা বলে জানিয়েছে ৬১ নং বিএসএফ ব্যাটেলিয়ানের কর্তব্যরত জোয়ানরা।




তবে এই ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী এ বিষয়ে তিনি আমাদের মুখোমুখি হয়ে জানান কে বা কাহারা আমাদের বাড়ির সামনে রেখেছে আমরা জানিনা।