চিটফান্ডের টাকা ফেরতের দাবীতে এজেন্টকে পেয়ে বিক্ষোভ , চাঞ্চল্য দিনহাটায়

চিটফান্ডের টাকা ফেরতের দাবীতে এজেন্টকে পেয়ে বিক্ষোভ , চাঞ্চল্য দিনহাটায় 

man with tshirt
এজেন্ট তপন রায় 



দিনহাটা- চিটফান্ডের টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন গ্রাহকরা। হাতের কাছে এজেন্টকে পেয়ে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালো গ্রাহকরা। রবিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের বাত্রিগাছ এলাকায়। বিষয়টি নিয়ে ওই চিটফান্ড কোম্পানির এজেন্ট তপন রায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছেন গ্রাহকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটায় এক নম্বর ব্লকের বড় সৌলমারি গ্রাম পঞ্চায়েতের বাত্রিগাছ এলাকার জনা পঞ্চাশেক মানুষ অ্যালকেমিস্ট চিট ফান্ড নামে কোম্পানিতে টাকা রাখেন। ওই কোম্পানির এজেন্ট ছিলেন ওই এলাকার বাসিন্দা তপন রায়। সমস্যা দেখা দেওয়ায় একসময় ওই তপন রায় এলাকা থেকে গা ঢাকা দেন। বাসিন্দাদের অভিযোগ, টাকা দেওয়ার ভয়ে সে বেশ কিছুদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিল।

এদিন দুপুরে তপন রায় নিজের একটি গাছ বিক্রি করতে যান। সেই সময় গ্রাহকরা বাধা দেয়। বাসিন্দাদের অভিযোগ, তপন রায় সমাজ বিরোধীদের নিয়ে এসে তাদের ওপর হুমকি দেয়। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার জন্য চিন্তাভাবনা শুরু করেছেন বাসিন্দারা। এই নিয়ে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে তপন রায় বলেন, আমি টাকা তুলেছি এবং সেই টাকা কোম্পানির কাছে পাঠিয়েছি। বর্তমানে বাসিন্দারা আমার উপর চাপ সৃষ্টি করেছে। এর পেছনে কোন রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ