শুয়োরের পেটে হস্তী শাবক! চাঞ্চল্য জলপাইগুড়িতে, দেখুন ভিডিও

Sangbad Ekalavya
0

শুয়োরের পেটে হস্তী শাবক! চাঞ্চল্য জলপাইগুড়িতে, দেখুন ভিডিও 

public
শুয়োরের পেটে হস্তী শাবক দেখতে স্থানীয়দের ভিড় 


শুয়োরের পেটে হস্তী শাবক! চাঞ্চল্য জলপাইগুড়িতে। বিরল ঘটনার সাক্ষী হতে দুর দূরান্ত থেকে ছুটে আসছে পঞ্চায়েত প্রধান এর স্বামী সহ বহু মানুষ।

রবিবার ভোর হতেই জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা অঞ্চলের ডেঙ্গুয়াঝাড় চা বাগানের দশ নম্বর শ্রমিক মহল্লায় শুয়োরের পেটে হস্তী শাবক দেখতে ভিড় জমিয়েছেন দলে দলে মানুষ।

শুয়োরের পেট থেকে জন্মানো মৃত হস্তী শাবক দেখতে সকাল হতেই ছুটে এসেছেন পাতকাটা কলোনীর বাসিন্দা সুব্রত মন্ডল, ঘটনাস্থলে দাড়িয়ে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল দলের পঞ্চায়েত প্রধান অনিতা রাউতের স্বামী  সুব্রত বাবু জানান, হাতির বাচ্চা দেখলাম, যেটা শুয়োরের পেটে জন্মেছে। 

এদিকে যার বাড়ীতে থাকা শুয়োরের খামারে এই ঘটনা ঘটেছে সেই চা বাগান শ্রমিক চামরি মানকি মুন্ডা জানান, চার বছর থেকে শুয়োর পালন করে আসছি কিন্তু এমন ঘটনা ঘটে নি।

শুয়োরের পেটে হস্তী শাবক দেখতে জমিদার পাড়া থেকে ছুটে এসেছেন অমল রায়, তিনিও শুর, বড় বড় কান হাতির মতো দেখেই জানালেন, এখানে এসেই জানলাম শুয়োরের পেটে হস্তী শাবক জন্ম হয়েছিলো কিন্তু পরে সেই শাবকটি মারা গেছে।

আরও পড়ুনঃ আরও গোপনীয়তা নিয়ে এলো WhatsApp, কীভাবে করবেন New locked chats, জেনেনিন এখনি



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top