Latest News

6/recent/ticker-posts

Ad Code

NCP এর পাওয়ার থাকছে পাওয়ারের হাতেই! ইস্তফা সিদ্ধান্তের বদল!

NCP এর পাওয়ার থাকছে পাওয়ারের হাতেই! 


NCP Chief



এনসিপির শীর্ষপদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষনা করেছিলেন শরদ পাওয়ার। কিন্তু সেই পদ শরদ পাওয়ার সড়ে গেলে কে নেবে দায়িত্ব তা নিয়ে চলছিল জল্পনা। এর মাঝেই আজ মুম্বাইয়ের পার্টি অফিসে বৈঠকে বসে দলের শীর্ষ নেতারা। সর্ব সম্মতি ক্রমে শরদ পাওয়ারকেই দায়িত্বে রাখার পক্ষে সায় দিয়েছে সকলেই বলে খবর।



এদিকে দলের সদর দপ্তরের সামনে ভিড় জমিয়েছেন কর্মীরা। কিছুক্ষণ পর জানা গেল, নতুন কাউকে দায়িত্ব দেওয়া নয়। শরদ পওয়ারকেই দায়িত্বে থেকে যেতে হবে। এমনই প্রস্তাব পাশ করেছে ওই কমিটি।



এনসিপির শীর্ষস্তরের নেতারা ওই সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ করেছেন, পওয়ারের ইস্তফাপত্র গ্রহণ করা হবে না। বুঝিয়ে শুনিয়ে তাঁকেই দলের সভাপতি পদে থেকে যেতে অনুরোধ করা হবে। এ খবর ঠাওর হতেই পার্টি অফিসের বাইরে দলের নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।



এদিকে শীর্ষ নেতারা শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে কমিটির প্রস্তাব জানালে শরদ পাওয়ার ভেবে দেখার কথা জানিয়ে সময় চেয়েছেন বলে খবর। এখন দেখার কি সিদ্ধান্ত নেন শরদ পাওয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code