আচমকাই ইস্তফা দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার
আচমকাই ইস্তফা দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান পদ থেকে আচমকাই সড়ে দাঁড়ালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
মহারাষ্ট্র তথা গোটা ভারতীয় রাজনীতিতে বিরোধী নেতা হিসাবে যথেষ্ট প্রভাবশালী শরদ পাওয়ার দলের শীর্ষ পদ থেকে সড়ে যাওয়ার ঘোষনার পরেই গুঞ্জন চলছে কে হবেন পরবর্তী প্রধান। তবে শরদ পাওয়ার কেন আচমকাই ইস্তফা দিলেন তা নিয়ে এখনো কোনো কিছু জানা যায়নি।
আগামী দিনে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান কে হবেন, সেই প্রসঙ্গে অবশ্য দলের তরফে কিছু জানানো হয়নি।
#WATCH | "I am resigning from the post of the national president of NCP," says NCP chief Sharad Pawar pic.twitter.com/tTiO8aCAcK
— ANI (@ANI) May 2, 2023
একটি মন্তব্য পোস্ট করুন