Latest News

6/recent/ticker-posts

Ad Code

অনাথ কন্যার বিয়েতে এগিয়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, করলেন কন্য সম্প্রদান

অনাথ কন্যার বিয়েতে এগিয়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, করলেন কন্য সম্প্রদান


nisith pramanik



বাবা নেই নেই মাও। কোচবিহারের বিবেকানন্দ স্টিটে থাকেন দিদি টুকি রাজভর, বোন সোনালী রাজভ। দিদি অন্যের বাড়িতে কাজ করে দুই বোন সাথে পালিত এক ভাইকে সাথে নিয়ে তাদের সংসার।


তার বোনের বিয়ে দিতে পারছিলেন না পয়সার অভাবে। কি করে দেবেন কোনক্রমে অন্যের বাড়ি কাজ করে তারা দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে। বোনের বিয়ে দেওয়া ছিল তাদের কাছে স্বপ্নের মতন।


তাদের কথা শুনে স্থানীয় বিজেপির নেতৃত্ব যোগাযোগ করেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের সাথে। নিশীথ প্রামানিক সমস্ত ঘটনা শুনে সোনালী বিয়ের সম্পূর্ণ দায়িত্ব নিজ হাতে তুলে নেন।

nisith pramanik


তাদের আবদার মেনে সম্প্রদান করতে বিবেকানন্দ স্টিটে সোনালীর বাড়িতেও চলে যান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code