Calcutta Highcourt: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। মাসখানেক ধরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এবার চলে এল চূড়ান্ত অনুমোদন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন টি এস শিবজ্ঞানম।
টুইটারে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজজু একটি বিবৃতিতে জানান, ‘ভারতীয় সংবিধানের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী, ভারতের প্রধান বিচারপতির সঙ্গে শলা-পরামর্শের ভিত্তিতে বিচারপতি টি এস শিবজ্ঞানমকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন ভারতের রাষ্ট্রপতি। যিনি কলকাতা হাইকোর্টের সবথেকে সিনিয়র বিচারপতি।’ পাশাপাশি শুভেচ্ছাও জানান তিনি।
২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেছিলেন। এবার বিচারপতি শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। আগামী ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি অবসরগ্রহণ করবেন। ডিএ থেকে রামনবমী একাধিক মামলার দায়িত্ব সামলেছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊