Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড়দিন ও নিউ ইয়ার-এর আগেই শিলিগুড়িতে বড় চমক, সূর্যসেন পার্কে ফের শুরু বোটিং

বড়দিন ও নিউ ইয়ার-এর আগেই শিলিগুড়িতে বড় চমক, সূর্যসেন পার্কে ফের শুরু বোটিং

শিলিগুড়ি বড়দিন, নিউ ইয়ার শিলিগুড়ি, সূর্যসেন পার্ক বোটিং, বড় চমক শিলিগুড়ি, শিলিগুড়ি পর্যটন, ক্রিসমাস নিউ ইয়ার ইভেন্ট, শিলিগুড়ি খবর


শিলিগুড়ি : বড়দিন ও নববর্ষের ঠিক আগে শিলিগুড়িবাসীর জন্য সুখবর। বহুদিন বন্ধ থাকার পর শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ফের চালু হলো সূর্যসেন পার্কের বোটিং পরিষেবা। বৃহস্পতিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হাত ধরে এই নতুন বোটিং পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব ও বিভিন্ন প্রশাসনিক কারণে বন্ধ ছিল সূর্যসেন পার্কের বোটিং। অবশেষে পুরনিগমের উদ্যোগে পার্কটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। নিরাপত্তা ও যাত্রীদের সুবিধার দিকে বিশেষ নজর রেখে আধুনিক ব্যবস্থাপনায় চালু করা হয়েছে বোটিং পরিষেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র গৌতম দেব বলেন, “শহরের মানুষ ও পর্যটকদের জন্য বিনোদনের সুযোগ বাড়ানোই আমাদের লক্ষ্য। বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই সূর্যসেন পার্কে ফের বোটিং পরিষেবা চালু করা হলো।”

পুরনিগম সূত্রে জানা গেছে, আগামী দিনে সূর্যসেন পার্কে আরও বিনোদনমূলক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বোটিং চালু হওয়ায় খুশি শহরবাসী ও পার্কে আসা দর্শনার্থীরা। উৎসবের মরসুমে এই উদ্যোগ শিলিগুড়ির পর্যটন ও বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code