Abhishek Banerjee: ৯০ শতাংশ প্রশ্নই বোগাস, ৯ ঘন্টা জেরা শেষে বললেন অভিষেক


Abhishek Banerjee


কুন্তল ঘোষ চিঠি মামলায় শনিবার রাত আটটা চল্লিশ মিনিট নাগাদ নিজাম প্যালেসের সিবিআই দপ্তর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন জিজ্ঞাসাবাদ আস্ত অশ্বডিম্ব। নব্বই শতাংশের বেশি প্রশ্ন বোগাস ছিল।

নিজাম প্যালেস থেকে বেরিয়ে অভিষেক বলেন, “যারা জিজ্ঞাসাবাদ করেছে, তাঁদেরও সময় নষ্ট, আমারও। কালকেই বলেছিলাম কোনও প্রমাণ থাকলে সামনে আনা হোক। আমি ফাঁসির মঞ্চে মৃত্যু বরণ করব।” তাঁর আরও দাবি, “গত বছর কয়লা কাণ্ডেও এই হয়েছে। এবার এসএসসি তদন্ত নিয়েও তাই হচ্ছে।”


উল্লেখ‍্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই কুন্তল ঘোষ চিঠি মামলায় জিজ্ঞাসাবাদ করতে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়কে শনিবার কলকাতার নিজাম প‍্যালেসে তলব করেছিল সিবিআই। সেই মতো বাঁকুড়াতে নব জোয়ার কর্মসুচির সভাস্হল থেকেই শুক্রবার রাতে কলকাতায় ফিরেছিলেন অভিষেক। আজ শনিবার সকাল দশটা আটান্ন মিনিটেই তিনি নিজাম প‍্যালেসে পৌঁছে যান। জেরা শেষে বেরলেন রাত আটটা চল্লিশ মিনিটে।