মালদা থেকে কোলকাতা ফেরার পথে বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়ে।মুখ্যমন্ত্রী কে দেখতে উপছে পড়া ভিড় রেল স্টেশনে।


Cm




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- বিকেল পাঁচটা আট মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের পাঁচ নং প্লাটফর্মে এসে দাঁড়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। হঠাত ট্রেনের গেটের সামনে সাদা শাড়ি পড়া মুখ্যমন্ত্রী কে দেখে উচ্ছাসে মেতে ওঠেন তৃণমূলের নেতা কর্মী সহ স্টেশনে থাকা মানুষ জন।মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে বিকেল থেকেই বর্ধমান স্টেশনে উপস্থিত থাকেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা,পুলিশ সুপার কামনাশিষ সেন, বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস,জেলা যুব নেতা রাসবিহারী হালদার সহ অন্যান্যরা।স্টেশনে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন মন্ত্রী স্বপন দেবনাথ,জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিষ সেন,বিধায়ক খোকন দাস।প্রায় বারো মিনিট ধরে বর্ধমান স্টেশনে দাঁড়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।




রাজ্য উন্নয়ন কে সামনে রেখে গত বুধবার প্রশাসনিক সভা করতে কোলকাতা থেকে মালদা সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মালদা প্রশাসনিক সভা শেষে শুক্রবার কোলকাতা ফেরার পথে বিকেল ৫ টা ৮ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের পাঁচ নং প্লাটফর্মে দাঁড়ায় কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি। ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ান মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে যাতে কোনো বিশৃঙ্ক্ষলা না ঘটে সেই দিকে নজর রেখে স্টেশন চত্বরে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী।




এদিন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন রাজ্য উন্নয়নের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে।