Summer Vacation: ২৪ এপ্রিল থেকে কি গরমের ছুটি থাকবে, না খুলে যাবে স্কুল কলেজ ?
প্রচণ্ড গরমের দরুণ গত সোমবার থেকে ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় একসপ্তাহ ছুটি চললো। সামনের সপ্তাহ থেকে আবার শুরু হবে পূর্বঘোষিত গরমের ছুটি। এখন প্রশ্ন ২৪ এপ্রিল থেকে কি স্কুল-কলেজ খুলবে না বন্ধ থাকবে ?
আগামী ২ মে থেকে স্কুলে গ্রীষ্মকালীন ছুটি পড়ে যাবে। তারইমধ্যে তাপপ্রবাহের জেরে এক সপ্তাহের জন্য রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিজ্ঞপ্তিতে বলা ছিলো পরবর্তী কোন বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে ২৪ এপ্রিল থেকে পুনরায় খুলে যাবে স্কুল-কলেজ।
এখনো পর্যন্ত যেহেতু কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তাই অভিজ্ঞ মহলের ধারণা আগামী সোমবার, অর্থাৎ ২৪ এপ্রিল থেকে পুনরায় খুলে যাবে স্কুল-কলেজ। আরও পড়ুনঃ জামাই ষষ্ঠী ২০২৩ তারিখ ও সময় , Jamai Sasthi 2023 Date & Time
এদিকে আবহাওয়াতেও পরিবর্তন এসেছে, দুই বঙ্গেই বিভিন্ন জেলায় কমবেশি বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে তীব্র তাপপ্রবাহ এখন আর নেই। এমন পরিস্থিতিতে ২৪ এপ্রিল থেকে স্কুল খুলে যাবার সম্ভাবনাই বেশি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊