jamai sasthi 2023, jamai sasthi date 2023, জামাই ষষ্ঠী ২০২৩ তারিখ, সময়, জামাই ষষ্ঠীর তারিখ
প্রবাদে আছে, যম-জামাই ভাগনা-কেউ নয় আপনা। কারণ যম মানুষের মৃত্যু দূত। জামাই এবং ভাগনা অন্যের বাড়ির উত্তরাধিকারী। তাদের কখনও নিজের বলে দাবি করা যায় না। এদের খুশি করার জন্য মাঝে মাঝেই আদর আপ্যায়ন করে খাওয়াতে হয়। তাই মেয়ে যাতে সুখে-শান্তিতে তার দাম্পত্য জীবন কাটাতে পারে এজন্য জ্যৈষ্ঠ মাসে ( jamai sasthi date 2023) জামাইকে আদর করে বাড়িতে ডেকে এনে আম-দুধ খাইয়ে পরিতৃপ্ত করে। আশীর্বাদস্বরূপ উপহারসমাগ্রীও প্রদান করে । এই প্রথা উৎসবে পরিণত হয়েছে হিন্দু বাঙালিদের মধ্যে। আসুন জেনেনেই এবছর জামাই ষষ্ঠীর তারিখ , সময়।
জামাই ষষ্ঠীর ( jamai sasthi date 2023) দিন জামাই’কে ঘিরে শাশুড়ি মায়েদের এই অনুষ্ঠান অনেকটা উৎসবের আকার ধারন করে । জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজা করেন । ষষ্ঠীকে সন্তান-সন্ততি দেবী বা দেববহির্ভূত লৌকিক দেবীও বলা যায় । ঘর ও মন্দিরের বাইরে বট, করমচার ডাল পুঁতে প্রতীকী অর্থে অরণ্য রচনা করে এ পূজা করা হয়। এজন্য জামাই ষষ্ঠীকে ( jamai sasthi date 2023) অরণ্য ষষ্ঠীও বলা যায়। এ পূজায় ধর্মীয় সংস্কারের চেয়ে সামাজিকতা বিশেষ স্থান পেয়েছে ।
২০২৩ সালের জামাই ষষ্ঠীর তারিখঃ ( jamai sasthi date 2023)
আগামী ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার , ১০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দে জামাই ষষ্ঠী।
২০২৩ সালের জামাই ষষ্ঠীর সময় ( jamai sasthi time 2023)
মদন গুপ্তের ফুল পঞ্জিকা মতে ৯ জ্যৈষ্ঠ ১৪৩০ রাত্রি ১ টা ২৯ মিনিট থেকে ১০ জ্যৈষ্ঠ ১৪৩০ রাত্রি ৩ টা ২৮ মিনিট পর্যন্ত।
Helpful tips 👍
ReplyDeleteGood news
ReplyDeleteAgrim jamai sosthir subheccha jamaider
ReplyDelete