Latest News

6/recent/ticker-posts

Ad Code

জলপাইগুড়ি তিন জন ডেফ পদকজয়ীকে বিশেষ সম্বর্ধনা

জলপাইগুড়ি তিন জন ডেফ পদকজয়ীকে বিশেষ সম্বর্ধনা


people

people

people



জলপাইগুড়ি- ডেফ ক্রীড়া সংস্থার পক্ষে তৃতীয় বার্ষিক সাধারণ সভা এর ডিএসএ অফিস অনুষ্ঠিত হলো। ২০২৩-২৫ বছরে জলপাইগুড়ি জেলা বধির ক্রীড়া সংস্থা নতুন বোর্ড গঠন করা হয়।

অভিষেক বসু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সহকারী সম্পাদক পদে নির্বাচিত হন দিলীপ শা, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মুন্না ভগৎ। সহ সভাপতি পদে নির্বাচিত হলেন দেবযানী বসু ও স্বপন কুমার গুহ। তবে সরকারিভাবে নতুন সভাপতি নাম ঘোষনা হয়নি।

জাতীয় ডেফ পদকজয়ী খেলোয়াড়দের বধির ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। প্রেম শা, রিয়া রায়, অন্তরা দত্ত ও প্রত্যুষ ভট্টাচার্য কে এদিন সম্বর্ধনা দেওয়া হয়।

পুরস্কার দেন কুমার দত্ত, দেবযানী বসু, শ্বাশ্বতী গুহ রায়। উপস্থিত ছিলেন মনীশ দাস, অমিত কুমার বিশ্বাস, শ্বাশ্বতী গুহ রায় ও কুমার দত্ত সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code