Social Media তে দুপুর ঠাকুরপোদের মন মজিয়ে রেখেছেন ঝুমা বৌদি !
বিগ বস-২-তে অংশ নেওয়ার পর থেকে বাঙালি কন্যা মোনালিসা খুব পরিচিত একটি মুখ। তবে আরও বেশি পরিচিত আসেএসভিএফ-র 'দুপুর ঠাকুরপো' ২ তে 'ঝুমা বৌদি'র অভিনয়ের পর। মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস।
এই বিগবসের মঞ্চেই প্রেমিক ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত কে বিয়ে করেছিলেন। অন্তরা বিশ্বাসের জন্ম দক্ষিণ কলকাতার এক বাঙালি পরিবারে। এরপর তিনি জুলিয়েন স্কুলে পড়াশুনো করেন। তিনি আশুতোষ কলেজ থেকে স্নাতক হন।
নিজের ছবি শেয়ার করে জীবন বড্ড কঠিন বলে ক্যাপশন যোগ করেন মোনালিস। যা দেখে ভোজপুরী অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন। দেখুন ছবি...
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊