Latest News

6/recent/ticker-posts

Ad Code

Gosanimari : বাইক দুর্ঘটনায় নিহত ২, চাঞ্চল্য এলাকায়

Gosanimari : বাইক দুর্ঘটনায় নিহত ২, চাঞ্চল্য এলাকায় 


Gosanimari


দিনহাটা

গোসানিমারী কামতেস্বরী মন্দির সংলগ্ন টাকিমারী এলাকায় বাইক দুর্ঘটনায় নিহত ২ জন, ঘটনায় চাঞ্চল্য। 

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে ঘটে এই দুর্ঘটনা। বাইক দুর্ঘটনা মৃত্যু হয় বাইকে থাকা পুষ্কর বর্মন এবং তার সাথে থাকা পরেশ নামে আর্ এক যুবকের।


 পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে এই দুর্ঘটনার খবর কেউ পায়নি। আজ বুধবার সকালে স্থানীয়রা দেখতে একট বাইক পরে আছে এবং বাইকের পাশে দুই যুবক মৃত অবস্থায় পড়ে আছে। ততক্ষনাত খবর দেওয়া হয় দিনহাটা থানায়। 


দিনহাটা থানার পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। যদিও মৃত পুষ্কর বর্মনের কাকা বাইকে থাকা অপর মৃত যুবকের নাম পরেশ জানালেও পদবী জানাতে পারেনি। 


এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এদিন দিনহাটা থানার পুলিশ উদ্ধারকৃত মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কোচবিহারে মর্গে পাঠায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code