Breaking News: NJP স্টেশনে ঢোকার আগে চলন্ত ট্রেনে চলল গুলি, মৃত ১
চলন্ত ট্রেনে চলল গুলি, মৃত ১ । জানা গিয়েছে কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসে চলে গুলি । জেনারেল কামরায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
এনজেপি স্টেশনে ঢোকার আগে চলন্ত ট্রেনে চলল গুলি। মৃত্যু হল এক যাত্রীর। সোমবার রাতে কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসের ঘটনা।
সূত্রের খবর, এদিন রাতে ডাউন নর্থ ইস্ট এক্সপ্রেস এনজেপি স্টেশনে ঢোকে। সেই সময় তিন রাউন্ড গুলি চলার আওয়াজ পান যাত্রীরা। পরে স্লিপার কামরার আপার বার্থে দেখা যায়, একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। গুলিতে মৃত্যু হয়েছে তাঁর।
এরপরই আরপিএফ, জিআরপি সহ রেলের অন্য আধিকারিকরা ছুটে আসেন। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। দেহ উদ্ধারের চেষ্টা চলছে।
কে বা কারা গুলি চালাল, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। স্টেশন চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে।
আরও পড়ুনঃ All India Political Party : বর্তমানে যে রাজনৈতিক দলগুলি সর্বভারতীয় দল হিসাবে রইলো, দেখুন তালিকা
Breaking News: NJP স্টেশনে ঢোকার আগে চলন্ত ট্রেনে চলল গুলি, মৃত ১ #njp #newjalpaiguri #njpstation pic.twitter.com/w44ekAeF2t
— SangbadEkalavya (@sangbadekalavya) April 10, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊