বর্তমানে যে রাজনৈতিক দলগুলি সর্বভারতীয় দল হিসাবে রইলো


national party symbol



তৃণমূল কংগ্রেসের (TMC) জাতীয় দলের (National Party) মর্যাদা কেড়ে নিল জাতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে শরদ পাওয়ারের এনসিপি (NCP) এবং বাম দল সিপিআইয়ের সর্বভারতীয় রাজনৈতিক দল হিসাবে আর মর্যাদা রইল না। তবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে (Aam Aadmi Party) জাতীয় দল হিসাবে ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। 

এতদিন মোট আটটি রাজনৈতিক দল সর্বভারতীয় দল হিসাবে পরিচিত ছিলো, এবার সেই তালিকার পরিবর্তন ঘটলো, বর্তমানে ৬ টি দলই সর্বভারতীয় দল হিসাবে রইলো।


ইলেকশন সিম্বল (রিজারভেশন অ্যান্ড অ্যালটমেন্ট) অর্ডার ১৯৬৮ অনুযায়ী জাতীয় দল হতে গেলে তিনটি শর্তের অন্তত একটি পূরণ করতে হয়- এক) লোকসভায় অন্তত চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে।


দুই) লোকসভায় ৩টি রাজ্য থেকে অন্তত ১১টি আসন (মোট আসনের ২ শতাংশ) জিততে হবে এবং আগের জেতা আসনের অন্তত চারটি পুনরায় জিততে হবে।


তিন) অন্তত চারটি রাজ্যে ‘রাজ্য দলের’ তকমা পেতে হবে।


নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন রাজনৈতিক দল হিসাবে আম আদমি পার্টি (Aam Aadmi Party) এই শর্তপূরণ করছে। কারণ, দিল্লির পাশাপাশি পাঞ্জাবেও তারা সরকারের রয়েছে। গোয়া ভোটে তারা ৬.৭৭ শতাংশ ভোট পেয়েছে। গুজরাতে বিধানসভা নির্বাচনেও আপ ভোট পেয়েছিল ১২.৯১ শতাংশ।


বর্তমানে যে রাজনৈতিক দলগুলি সর্বভারতীয় দল হিসাবে রইলো-
  • ভারতীয় জনতা পার্টি (BJP)
  • ভারতীয় জাতীয় কংগ্রেস (INC)
  • কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া- মার্ক্সবাদী (CPIM)
  • বহুজন সমাজ পার্টি ( BSP)
  • ন্যাশনাল পিপল পার্টি (NPP)
  • আম আদমি পার্টি (AAP)