পথ দুর্ঘটনাতে দুই বিজেপি নেতার মৃত্যুতে রাজনৈতিক চাপানোতর-পথ অবরোধ করে বিক্ষোভ

strike



বারাবনি:-

বারাবনির আমডিহায় পথ দুর্ঘটনাতে দুই বিজেপি নেতার মৃত্যুতে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে।যেখানে বিজেপি নেতৃত্বের অভিযোগ এটি পথদুর্ঘটনা না পথদুর্ঘটনা ঘটানো হয়েছে। সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন তাই হয়তো এই দুর্ঘটনা,তার সঠিক তদন্ত দাবি করেন বিজেপির জেলার নেতৃত্বরা।

অপর দিকে তৃণমূল নেতৃত্ব বলেন যে বিজেপির হাতে কিছু কাজ নেই। তাই তৃণমূলের নামে প্রতিটি জায়গায় বদনাম করার চেষ্টা করছে। যদিও পথদুর্ঘটনাটির তদন্ত করছে পুলিশ আর এই দুর্ঘটনা নিয়ে বিজেপি নামক দলটি রাজনৈতিক রং দিচ্ছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তাই তৃর্ণমূলের বিরুদ্ধে বলার জন্য ইস্যুর দরকার আছে তাই নাটক করছে। আর কিছু না আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বারাবনিতে প্রার্থী দিতে পারবেনা কারণ বিজেপির নেতাই নেই বারাবনি বিধানসভায়।

অপরদিকে এইদিন ঘটনাস্থলে আসেন ডিসি ওয়েস্ট অভিষেক মোদি। ঘটনাস্থলটি ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়। বারাবনি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বিজেপি নেতার মৃতদেহ ময়না তদন্তের পর নিয়ে আসা হয় বিজেপির নুনি কার্যালয়ে। সেখানে তাদের ফুলের মালা পরিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি জানান বিজেপির কার্যকর্তারা। তারপর মৃতদেহ নিয়ে আসা হয় আমডিহা পেট্রোল পাম্পের সামনে ঘটনাস্থলে। সেখানে পথ অবরোধ করে গ্রামবাসীরা ও পরিবারের সদস্যরা।

তারা দাবি জানায় মৃত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার। তারা জানান এই পাম্পের থেকে এক গাড়ি তেল নিয়ে বেরোনোর সময় সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুজন বাইক আরোহীর বলে দাবি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব । তাই তারা দোষীদের অবিলম্বে শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান।

ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রায় বেশকিছুক্ষন অবরোধ চলে। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভ কারীরা।