Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mukul Roy: কোন ধোঁকা দেইনি, বিজেপিতেই ছিলাম, বিজেপিতেই আছি- দেখুন আর কি বললেন মুকুল রায়

Mukul Roy: মুকুল রায় বিজেপিতেই ছিলেন, বিজেপিতেই আছেন- দেখুন আর কি বললেন তিনি 

মুকুল রায়
Photo Credits: PTI



মুকুল রায় (Mukul Roy) নিখোঁজ, এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হবার পর দিল্লীতে পাওয়া যায় তাকে। শুরু হয় পুনরায় বিজেপিতে যোগদানের গুঞ্জন। এবার সামনে এলো তার বক্তব্য।

মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক মুকুল রায় জানালেন, তিনি সবসময় বিজেপির সঙ্গেই ছিলেন। আর দল যদি তাঁকে কাজ (party) করতে বলে তাহলে ফের তিনি বিজেপির হয়ে কাজ (work) শুরু করবেন।

তৃণমূল কংগ্রেস ছাড়ার বিষয়ে প্রশ্ন করলে মুকুল রায় বলেন, "তৃণমূল কংগ্রেস (TMC) ছাড়ার কোনও প্রশ্নই আসে না কারণ আমি এটার সঙ্গে কোনওভাবেই যুক্ত নই। তৃণমূল কংগ্রেস আমি আগেই ছেড়ে দিয়েছি ।"

সংবাদ  প্রতিনিধিদের প্রশ্নে তিনি জানান- বিজেপিকে কোন ধোঁকা দেইনি, বিজেপিতেই ছিলাম, বিজেপিতেই আছি। শরীর অসুস্থ থাকায় তেমন কাজ করতে পারিনি, দল যদি কোন কাজ দেয় তবে অবশ্যই করবো।" 

শুনেনিন, কি বললেন মুকুল রায়-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code