সুরাত আদালতে ফের ধাক্কা, রাহুল গান্ধীর ২ বছরের জেলের রায় বহাল আদালতের
সুরাত আদালতে ফের ধাক্কা। দু বছরের জেলের রায়ের স্থগিতাদেশের আবেদন খারিজ করলো সুরাত আদালত। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদি- পদবী বিতর্কের মামলায় ২ বছরের সাজার নির্দেশের ওপর স্থগিতাদেশের আবেদন জানিয়েছিল রাহুল গান্ধী। সেই আবেদন খারিজ করলো সুরাত আদালত। মূল মামলার শুনানি হবে ২০ মে। নিম্ন আদালত আবেদন খারিজ করায়, এবার হাইকোর্টের দ্বারস্থ হতে হবে রাহুল গাঁধীকে (Rahul Gandhi)।
তিন বছর আগে ২০১৯-এ লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্যের জের ২বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। ২০১৯ সালে লোকসভা ভোটের প্রচারে মোদি পদবি নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
তিনি বলেছিলেন, সব চোরেদের পদবি মোদি কেন। এই মন্তব্যের কারণে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে মামলা করেন গুজরাতের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি। সেই মামলাতেই সুরাত আদালত রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দুই বছরের কারাদণ্ড দেয়।
এবার সংসদে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সদস্যপদ খারিজ । এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল লোকসভার সচিবালয়। কেরলের (Kerala) ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধী।
0 মন্তব্যসমূহ
thanks