শিল্পে জোয়ার আনতে কোচবিহারে উদ্যোক্তাদের নিয়ে বৈঠক নর্থ বেঙ্গল MSE ফ্যাসিলেশন কাউন্সিলের
কোচবিহার, ২১ এপ্রিলঃ শিল্পে জোয়ার আনতে উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করল নর্থ বেঙ্গল MSE ফ্যাসিলেশন কাউন্সিল। আজ কোচবিহার শহরের ল্যান্সডাউন হলে ওই বৈঠক হয়। সেখানে জেলা শাসক পবন কাদিয়ান, নর্থ বেঙ্গল MSE ফ্যাসিলেশন কাউন্সিলের ফাইনান্স কাউন্সিলের মেম্বার সঞ্জয় টেবরিওয়াল ছাড়াও কোচবিহার জেলার উদ্যোক্তারা ওই বৈঠকে উপস্থিত হয়েছিলেন।
কোচবিহার জেলা জুড়ে ইতিমধ্যেই বেশ কিছু ছোট শিল্প গড়ে উঠেছে। আরও বহু ছোট শিল্প গড়ার পরিকল্পনা চলছে। রাজ্য সরকারের উদ্যোগে মেখলিগঞ্জে ডিম উৎপাদনের জন্য গড়ে তোলা হচ্ছে মুরগীর ফার্ম, খুব শীঘ্র পরিকাঠামো গঠনের কাজ শেষ করে এবছরের শেষ দিক থেকেই সেখানে ডিম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও খুব শীঘ্র শুরু হতে চলেছে রান্নার গ্যাস সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর কাজ। সেই কাজ শুরু হওয়ার বেশ কিছু সহযোগী শিল্প গড়ে উঠবে বলে এদিনের বৈঠক থেকে উঠে এসেছে।
এছাড়াও কৃষি ক্ষেত্রে শিল্প গড়ে ওঠার প্রচুর সম্ভাবনা রয়েছে। স্থানীয় উদ্যোগপতিদের ছাড়াও বাইরে থেকে উদ্যোগপতি দের নিয়ে আসতে এর আগেও বৈঠক করা হয়েছিল। আগামী দিনেও করা হবে বলে জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন।
নর্থ বেঙ্গল MSE ফ্যাসিলেশন কাউন্সিলের ফাইনান্স কাউন্সিলের মেম্বার সঞ্জয় টেবরিওয়াল বলেন, “আগামী দুই তিন বছরের মধ্যে শিল্প গড়ে ওঠার বিশাল পরিবর্তন কোচবিহারে দেখা যাবে।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊