গরু, কয়লা, শিক্ষা দুর্নীতির পর এবার পুরসভায় দুর্নীতির তদন্তে CBI
গরু, কয়লা, শিক্ষা দুর্নীতির পর এবার পুরসভায় দুর্নীতির তদন্তভারও CBI কে দিল কলকাতা হাইকোর্ট । এমনকী প্রয়োজনে নতুন FIR দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই (CBI)। শুক্রবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন ডিজিপি এবং মুখ্যসচিবের প্রতি তাঁর নির্দেশ দেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সবরকম সহযোগিতা করতে হবে। সেই সাথে নির্দেশ দেন- ২৮ এপ্রিল সিবিআইকে তদন্ত সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে।
এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলকে (Ayan Seal) তাঁর সল্টলেকের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে ইডি (ED)। তাঁর ফ্ল্যাটে উদ্ধার হওয়া বহু নথিপত্রেই প্রচুর আর্থিক লেনদেনের প্রমাণ মেলে। সেসব খুঁটিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, শুধু শিক্ষক নিয়োগেই নয়, বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রেও বিপুল অঙ্কের টাকা নিয়েছিলেন অয়ন শীলরা। আর তারপরই আদালতের নজরে বিষয়টি আনে ইডি (ED), সিবিআই (CBI)।
বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘চাইলে নতুন এফআইআর দায়ের করে এ বিষয়ে তদন্ত করতে পারবে সিবিআই।’’ সেই সঙ্গে সিবিআই আইনজীবীর উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘এই ব্যাপক দুর্নীতির তদন্তে আর কত জন আধিকারিক আপনাদের লাগবে আমাকে জানান।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊