ফের লোকালয়ে বাইসন, আহত ১
ডুয়ার্স:
ফের লোকালয়ে বাইসন । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বানারহাট ব্লকের ধন্দাসিমলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাইসনের গুঁতোয় আহত হয়েছেন একজন। তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আজ সোমবার ভোর ছয়টা নাগাদ ধন্দাসিমলার দাসপাড়া এলাকায় প্রথমে এই বাইসনটিকে দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয় মানুষজন ধাওয়া করলে। এলাকায় ছুটে বেড়ায় বাইসন। খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখা ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরা। রয়েছে বানারহাট থানার পুলিশ।
স্থানীয়দের তরফে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় বাইশনটি বর্তমানে গ্রামেই রয়েছে। তবে কিছুটা নিরাপদে রয়েছে এলাকার মানুষ। বাইসনটির উপর নজর রাখছে বনকর্মীরা। বিন্নাগুড়ি ওয়ার্ল্ড লাইফ স্কোয়াড সূত্রে খবর, বাইসনটিকে পার্শবর্তী জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। বেশি ছোটাছুটি করলে ঘুম পাড়ানি গুলিতে কাবু করে নিয়ে যাওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊