Xiaomi India Announces Launch of Xiaomi Fan Festival 2023

Xiaomi India Announces Launch of Xiaomi Fan Festival 2023


  • 6ই এপ্রিল 2023 থেকে শুরু হওয়া সেলে সম্প্রতি লঞ্চ হওয়া Redmi 12C ও Redmi Note 12 পাওয়া যাবে
  • 6ই এপ্রিল 2023 থেকে শুরু হওয়া সেলে, গ্রাহক Mi.com প্ল্যাটফর্ম জুড়ে 36,000 টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা গ্রহণ করতে পারবেন
  • সেল চলাকালীন প্রতিদিনের বিভিন্ন প্রতিযোগিতা ও এনগেজমেন্ট অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে গ্রাহক মাত্র 10 টাকাতেও ডিভাইস পাওয়ার সুযোগ পাওয়া যেতে পারে

দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন এবং স্মার্ট টিভি ব্র্যান্ড, Xiaomi ইন্ডিয়া, আজ থেকে “Xiaomi ফ্যান ফেস্টিভ্যাল 2023” শুরু করার কথা ঘোষণা করেছে। 2023 সালের 6ই এপ্রিল থেকে শুরু করে 11ই এপ্রিল পর্যন্ত, Mi.com সাইট জুড়ে বার্ষিক সেল শুরু হতে চলেছে। এই ছয় দিন ধরে চলা শপিং বোনাঞ্জাতে গ্রাহক অনেক আকর্ষণীয় ডিসকাউন্ট, এক্সচেঞ্জ ও ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়ার পাশাপাশি তাঁদের পুরনো ডিভাইসের বদলে সবচেয়ে সেরা এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ডিভাইস সংগ্রহ করতে পারবেন। স্মার্টফোন, স্মার্ট টেলিভিশন, স্মার্ট হোম ও AIoT ইকোসিস্টেম ক্যাটেগরি জুড়ে Xiaomi ও Redmi প্রোডাক্টের ক্ষেত্রে এইসব অফার পাওয়া যাচ্ছে।

এই সেল আয়োজন করার মধ্য দিয়ে, Xiaomi ইন্ডিয়া, গ্রাহককে অত্যাধুনিক প্রযুক্তির সবচেয়ে শীর্ষে নিয়ে যেতে চায় এবং তার পাশাপাশি অতি আকর্ষণীয় দামে ডিভাইসের সৌন্দর্য ও নান্দনিকতার একটি পথ প্রদর্শক বৈশিষ্ট্যও গ্রাহকের সামনে নিয়ে আসার প্রয়াস করা হয়। যার প্রকৃত উদ্দেশ্য হল “সবার জন্য নতুন উদ্ভাবনের সুবিধা”কে পৌঁছে দেওয়ার অভিপ্রায়কে সাকার করে তোলা। এই শপিং ফেস্টিভ্যালে গ্রাহকরা Xiaomi এবং Redmi প্রোডাক্টের লেটেস্ট প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতা পাওয়ার সুযোগ পাবেন এবং তাও এমন এক আকর্ষণীয় দামে যা আগে কখনও কল্পনাও করা যায়নি।

এই সমগ্র ফেস্টিভ্যালকে সমস্ত অনুরাগী ও গ্রাহকদের জন্য স্মরণীয় ও ফলপ্রসূ করে তুলতে, নতুন লঞ্চ করা Redmi 12C ও Redmi Note 12, এই দু’টি ডিভাইসই, এমন কিছু ফিচার ও শক্তিশালী প্রসেসরের সুবিধা নিয়ে এসেছে যা এই মোবাইলের এই সেগমেন্টে সর্বপ্রথম এবং এই দু’টি ডিভাইসই 6ই এপ্রিল 2023 থেকে সেলে উপলভ্য হবে। এই সূত্রে এটি নির্দ্বিধায় বলা যায় যে স্লিক ডিজাইন ও অসামান্য পারফর্ম্যান্সের এই অনবদ্য মিলনের সাথে ডিভাইসের দাম ও তার সংশ্লিষ্ট পারফর্ম্যান্সের প্রচলিত অনুপাতকে মেলানো খুবই কঠিন হয়ে উঠেছে এবং এইসব স্মার্টফোনগুলি সকলের কাছেই একটি এমন পছন্দ হিসাবে পরিগণিত হয়েছে যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

Redmi 12C ডিভাইসটির 4GB + 64GB ভ্যারিয়েন্ট 8,999 টাকার প্রারম্ভিক মূল্যে এবং 6GB + 128GB ভ্যারিয়েন্ট 10,999 টাকায় পাওয়া যাবে। তবে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ধারক ব্যবহারকারী অতিরিক্ত 500 টাকার ছাড় পাবেন এবং তখন এর বাস্তবিক মূল্য দাঁড়াবে যথাক্রমে 8,499 টাকা এবং 10,499 টাকা৷ Amazon.in, Mi.com, Mi Studio, Mi Home এবং অনুমোদিত রিটেল পার্টনারের সাইট জুড়ে ডিভাইসটি উপলভ্য হবে।

অপর দিকে, Redmi Note 12 ডিভাইসটির 6GB + 64GB ভ্যারিয়েন্ট প্রারম্ভিক মূল্য 14,999 টাকায় এবং 6GB + 128GB ভ্যারিয়েন্ট 16,999 টাকায় পাওয়া যাবে। আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ধারক ব্যবহারকারী ফ্ল্যাট 1000 টাকা ছাড়ের একটি প্রাথমিক অফার উপলভ্য আছে, যার ফলে এই দুটি ভ্যারিয়েন্টের বাস্তবিক মূল্য দাঁড়ায় যথাক্রমে 13,999 টাকা এবং 15,999 টাকা। বর্তমানের Xiaomi এবং Redmi ব্যবহারকারীদেরও কোনওভাবে নিরাশ না করে, ব্র্যান্ড উভয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই 1500 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়ার কথাও ঘোষণা করেছে, অর্থাৎ গ্রাহক 6GB + 64GB ভ্যারিয়েন্টটি 13,499 টাকায় এবং 6GB + 128GB ভ্যারিয়েন্টটি 15,499 টাকায় পেতে পারবেন। ডিভাইসটি Mi.com, Flipkart, Mi Home এবং Mi Studio এবং অনুমোদিত খুচরা অংশীদারদের মধ্যে পাওয়া যাবে। একইভাবে Amazon.in, Mi.com, Mi Studio, Mi Home এবং অনুমোদিত রিটেল পার্টনারের সাইট জুড়ে ডিভাইসটি উপলভ্য হবে।

গ্রাহকের উত্তেজনাকে কোনওভাবে স্তিমিত না হতে দেওয়ার লক্ষ্যে, আরও একটি নতুন ডিভাইস এই সেলে নিয়ে আসা হয়েছে। সেটি হল সম্প্রতি লঞ্চ করা Xiaomi 13 Pro, যা গ্রাহক মাত্র 71,999 টাকায় পেতে পারবেন। অনুরাগীদের সব সময়ের পছন্দের ডিভাইস, যেমন Redmi A1, Redmi 11 Prime 5G, Redmi Note 12 5G-এর সিরিজের দামের উপর 5,899 টাকার ছাড় উপলভ্য হবে। ব্র্যান্ডের সবচেয়ে বেশি বিক্রিত ট্যাবলেট Xiaomi Pad 5 এবং Redmi Pad যথাক্রমে 24,499 টাকা এবং 12,999 টাকার প্রারম্ভিক মূল্যে পাওয়া যাবে৷ সবচেয়ে বেশি বিক্রি হওয়া Xiaomi এবং Redmi স্মার্ট টেলিভিশন কেনার ক্ষেত্রে 26,500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে৷ এছাড়াও, কোম্পানির ল্যাপটপ এবং অন্যান্য AIoT প্রোডাক্টও এমন দামে পাওয়া যাবে যার থেকে মুখ ফেরানো যাবে না।



Xiaomi ইন্ডিয়া শুধুমাত্র Mi Store অ্যাপে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও অ্যাক্টিভিটির আয়োজন করে চলবে। গ্রাহক “জেতার জন্য বিড করুন” ফিচারের সাহায্যে Redmi Note 12 Pro 5G, Redmi Smart TV 32 এবং Redmi Buds 3 Lite-এর মতো প্রোডাক্ট মাত্র 10 টাকা দামে জিতে নেওয়ার সুযোগও পাবেন। তাছাড়া, ‘আরও বেশি লাইক করুন ও সাশ্রয় করুন’ অফারের মাধ্যমে গ্রাহক নির্দিষ্ট কিছু প্রোডাক্ট লাইক ও শেয়ার করার সুযোগ পাবেন এবং তার ফলে সেইসব প্রোডাক্টে তাঁরা অতিরিক্ত ছাড় পাওয়ারও অধিকারী হবেন। এছাড়াও, প্রতি ঘণ্টায় আকর্ষণীয় ডিলের ব্যবস্থা করা হয়েছে যা প্রতিদিন দুপুর 12টা ও সন্ধ্যা 6টায় হবে যখন শুধুমাত্র এই সেলের মধ্যে এক ঘণ্টার জন্য প্রোডাক্টের দাম কম করা হবে।

তাছাড়াও, কোম্পানির থেকে Mi-এর সম্প্রসারিত (Extended) ওয়ারেন্টি, Mi স্ক্রিন প্রোটেক্ট এবং Mi সম্পূর্ণ সুরক্ষা (Complete Protect)-এর মতো সবকটি ডিভাইস কেয়ার প্ল্যানে ফ্ল্যাট 25% ছাড় দিচ্ছে। UNiDAYS-এ রেজিস্টার করা শিক্ষার্থীরাও Xiaomi এবং Redmi ডিভাইসে ‘স্টুডেন্ট প্লাস’ অফারের সুবিধা পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবেন।

উপরোক্ত সুবিধা ও ফিচার ছাড়াও, আইসিআইসিআই (ICICI) কার্ড ধারক ব্যবহারকারী 8,000 টাকা পর্যন্ত আরও একটি ছাড় পাওয়ার উপযুক্ত হবেন যার সাথে Paytm ওয়ালেটে ক্যাশব্যাকও যুক্ত থাকবে।

About Xiaomi Corporation

Xiaomi Corporation was founded in April 2010 and listed on the Main Board of the Hong Kong Stock Exchange on July 9, 2018 (1810.HK). Xiaomi is a consumer electronics and smart manufacturing company with smartphones and smart hardware connected by an IoT platform at its core. Embracing our vision of “Make friends with users and be the coolest company in the users’ hearts”, Xiaomi continuously pursues innovations, high-quality user experience and operational efficiency. The company relentlessly builds amazing products with honest prices to let everyone in the world enjoy a better life through innovative technology. Xiaomi is one of the world’s leading smartphone companies. The company’s market share in terms of smartphone shipments ranked no. 3 globally in 2021. The company also has 558 million smart devices connected to its platform as of September 30, 2022, excluding smartphones and laptops. Xiaomi products are present in more than 100 countries and regions around the world. In August 2021, the company made the Fortune Global 500 list for the third time, ranking 338th, up 84 places compared to 2020.Xiaomi is a constituent of the Hang Seng Index, Hang Seng China Enterprises Index, Hang Seng TECH Index and Hang Seng China 50 Index.

Xiaomi India is the number 1 smartphone player since Q3 2017 IDC Quarterly Mobile Phone Tracker report.

Xiaomi India is the number 1 Smart TV brand since Q2 2018 IDC Worldwide Quarterly Tracker.

For more information about the company, please visit https://blog.mi.com