আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেলো দুই অপরাধী!
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
জলপাইগুড়ির বানারহাট থানা থেকে আসামি নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলো প্রিজম ভ্যান করে। ঠিক মোরাঘাট চৌপতি পার হবার পরেই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের কাছে একটি বাক রয়েছে সেই চা - বাগানের মাঝ দিয়ে চলে যাওয়া নির্জন রাস্তা, বাঁক নিতে গিয়ে বেহাল রাস্তার কারণে গতি কমানো হয় ভ্যানের । সেই সুযোগেই পালিয়ে যায় আসামিরা এমনটাই দাবি পুলিশের।
ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত হলদিবাড়ি চা - বাগান এলাকায়। ঘটনাটি শনিবার ঘটলেও সেদিন বিষয়টি জানাজানি হয়নি। তবে এদিন সকাল থেকেই এই খবর চাউর হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বানারহাট এলাকায়।
জানাগেছে, শনিবার চুরি ডাকাতির কেসের দুই আসামিকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিলো জলপাইগুড়ি জেলা আদালতে। হলদিবাড়ি প্রবেশের সময় সেখানকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে খারাপ রাস্তার সুযোগে গাড়ির গতি ধীর কম থাকার সুযোগে প্রিজন ভ্যান থেকে লাফ মেরে পালিয়ে যায় দুই অপরাধী এমন খবর জানা গেছে সূত্র মারফত।ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।
প্রশ্ন উঠছে কি করে পুলিশের উপস্থিতিতে প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেলো দুষ্কৃতীরা। যেখানে একটি প্রিজন ভ্যানে করে আসামিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম এবং সতর্কতা অবলম্বন করতে হয়, গাড়ির ভেতরে রাখা হয় সশস্ত্র পুলিশ। এমনকি ভ্যানের গেট বাইরে থেকে লক করে রাখার কথা। সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলিকে মানা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
এদিকে এই ঘটনা নিয়ে রীতিমত চাপে পড়েছে বানারহাট থানার পুলিশ আধিকারিকরা। মুখে কুলুপ এঁটেছেন বানারহাট থানার পুলিশ কর্মীরা।
যদিও ঘটনা নিয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডেবাহল উমেশ গণপথ বলেন, বানারহাট থানায় যে ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত অপরাধীরা ধরা পড়েনি।
সূত্রের খবর এই ঘটনার জন্যে বানারহাট থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত করবে জেলা পুলিশ প্রশাসন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊