Latest News

6/recent/ticker-posts

Ad Code

নববর্ষে নিঃস্ব পরিবার- নাজিরহাটে চুরির ঘটনায় চাঞ্চল্য

নববর্ষে নিঃস্ব পরিবার- নাজিরহাটে চুরির ঘটনায় চাঞ্চল্য 

thief in house


দিনহাটা:

কোচবিহারের সীমান্তবর্তী গ্রাম উত্তর গাওচুলকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। নববর্ষে নিঃস্ব পরিবার । 

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে  নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট এলাকায় এই চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক মিঠুন সেন ও তার পরিবার বামনহাট মাধাইখাল কালী মেলায় ঘুরতে যান। সেই সময় বাড়ি ফাঁকা পেয়ে এই চুরির ঘটনা ঘটে। 

আলমারির তালা ভেঙে নগদ প্রায় ৫৫ হাজার টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে বাড়ির মালিক জানান আলমারিতে রাখা স্বর্ণের অলংকার চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। 

এই বিষয়ে শনিবার সকালে বাড়ির মালিক মিঠুন সেনকে ফোন করো করা হলে তিনি জানান গতকাল গভীর রাত আনুমানিক ১ টা নাগাদ মেলা থেকে বাড়ি ফিরে দেখি বাড়ির দরজার তালা ভাঙ্গা এবং ভেতরে ঢুকতেই তার চক্ষু চড়কগাছ। দেখেন ঘরে থাকা আলমারির তালা ভাঙ্গা এবং সবকিছু এলোমেলো হয়ে আছে। তারপর তিনি ভালোভাবে সবকিছু দেখে বুঝতে পারেন আলমারিতে রাখা নগদ প্রায় ৫৫ হাজার টাকা চুরি গেছে, তবে স্বর্ণের অলংকার গুলি চুরি করে নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা। 

তিনি আরো বলেন আজ সাহেবগঞ্জ থানায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code