Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2023, CSK vs RCB: হাই স্কোরিং ম্যাচে ৮ রানে RCB কে হারালো চেন্নাই

IPL 2023, CSK vs RCB: হাই স্কোরিং ম্যাচে ৮ রানে RCB কে হারালো চেন্নাই

IPL 2023, CSK vs RCB



হাই স্কোরিং ম্যাচে ৮ রানে RCB কে হারালো চেন্নাই। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরএর অধিনায়ক ফ্যাফ। ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড় ব্যাট হাতে ওপেন করেন। বল করেন সিরাজ।




এদিন কনওয়ের দুর্দান্ত ৪৫ বলে ৮৩ রান ও শিবম দুবের ৫২ রানের ইনিংসে ভর করে বিশাল রান খাড়া করে চেন্নাই। সঙ্গ দেয় রাহানে। রাহানে ৩৭ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১৮ রানের ইনিংস গড়ে চেন্নাই সুপার কিংস। সিরাজ, পারনেল, বিজয়কুমার, হর্ষল, ম্যাক্সওয়েল, হাসরাঙা প্রত্যএকএ একটি করে উইকেট নেয়।




জবাবে ব্যাট করতে নেমে ৮ রান আগেই আটকে যায় আরসিবি। ফ্যাফ ৬২ ও ম্যাক্সের ৭৬ রানের দুর্দান্ত ইনিংস আরসিবিকে এগিয়ে নিয়ে যায় জয়ের দিকে। কিন্তু তেমনভাবে খেলতে পারেননি কোহলি থেকে মহীপাল, কার্তিকরা। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮-এ আটকে যায় আরসিবি। তুষার তিনটি ও মাথিশা ২টি এবং মইন আলি, আকাশ ও মহীশ একটি করে উইকেট নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code