Latest News

6/recent/ticker-posts

Ad Code

Worm Moon: দোল পূর্ণিমায় রাতের আকাশে দেখা মিলবে বিশেষ চাঁদ!

Worm Moon: Worm Moon: দোল পূর্ণিমায় রাতের আকাশে দেখা মিলবে বিশেষ চাঁদ!

Worm Moon



দোল পূর্ণিমার রাতে রাতের আকাশে থালার মতো চাঁদতো দেখবেন কিন্তু সেই চাঁদ প্রতিবারের ন্যায় এবারও অনেকটাই আলাদা। এবার পূর্ণিমায় যে চাঁদ দেখা যাবে, তার বিশেষ বৈশিষ্ট্য আছে। আজ যে চাঁদ দেখা যাবে, তাকে ‘Worm Moon’ বলা যায়।



অষ্টাদশ শতাব্দীর কাহিনিতে জড়িয়েছে এই চাঁদের নামকরণ। ওই কাহিনি অনুযায়ী, শীতকাল বিদায়ের পর বসন্তের শুরুতে বিভিন্ন প্রাণী বেরিয়ে আসার জন্য আমেরিকার আদি জনজাতির মানুষ মার্চের ‘ফুল মুন’-কে 'Worm Moon' নাম দিয়েছিল। সেই অনুযায়ী এই চাঁদকে 'Worm Moon'। 



আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী সংস্থা স্কাইমেটের তরফে জানানো হয়েছে, মার্চে উত্তর গোলার্ধে বসন্ত শুরু হয়। সেখানে দক্ষিণ গোলার্ধে শরৎকালের শুরু হয়। উত্তর গোলার্ধের ক্ষেত্রে মার্চে যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, সেটিকে ‘Worm Moon’ বলা যায়। কারণ ওই সময় মাটি থেকে বেরিয়ে আসে বিভিন্ন রকমের প্রাণী, যেমন কেঁচো। তাপমাত্রা কমে গেলে কেঁচো বেরিয়ে আসে। সেজন্যই মার্চের পূর্ণিমার চাঁদকে ‘Worm Moon’ বলা হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code