আসানসোল সংশোধনাগার থেকে বিদায় নেওয়ার পর গোবর  ও গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলো বিজেপি

bjp worker






অনুব্রত মন্ডলকে (Anubrata Mandal) আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে কোলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আজ ।মঙ্গলবার সকাল 6 টা 44 মিনিটে অনুব্রতকে (Anubrata Mandal) কোলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 12 জন পুলিশের ঘেরাটোপে অনুব্রতকে নিয়ে যাওয়া হল।

আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে কার্যত অনুব্রত মন্ডল বিদায় নেবার পরই উল্লাসে মেতে উঠেছেন বিজেপির নেতা-কর্মীরা ।

bjp worker

আসানসোল বিশেষ সংশোধনাগারের বাইরে উল্লাসে মেতে ওঠেন বিজেপির নেতা ও কর্মীরা। এদিন জেলের ভেতরে ও বাইরে গোবর  ও গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলো বিজেপি। এরপর ঢাক বাজিয়ে এবং গেরুয়া আবির খেলে আনন্দে মেতে বিজেপির নেতা ও কর্মীরা।

bjp worker




এদিন এই কর্মসূচিতে বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি, অভিজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন ঢাকের তালে তালে নৃত্য করেন বিজেপি নেতা ও কর্মীরা।



কলকাতায় নিয়ে আসার পর প্রথমে অনুব্রতকে জোকা ইএসআই হাসপাতালে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। সেখান থেকে অনুব্রতর শারীরিক পরীক্ষার পর সার্টিফিকেট নিয়ে ইডির হাতে তুলে দেওয়া হবে। তার পরই তাঁকে বিমানে করে দিল্লি নিয়ে যাওয়ার কথা ইডি আধিকারিকদের। কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুব্রতর সঙ্গে থাকবেন এক চিকিৎসক।






দিল্লি পৌঁছনোর পর রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রতকে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, দিল্লি নিয়ে যাওয়ার জন্য প্রায় দুমাস ধরে অনুব্রতকে নিয়ে জটিলতা চলছিল। শেষমেশ দিল্লিযাত্রা আটকাতে পারেননি অনুব্রত।


এই মামলায় আগেই দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন এবং মূল অভিযুক্ত এনামুল হক। সূত্রের খবর, অনুব্রতকে নিজেদের হেফাজতে নেওয়ার পর সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হতে পারে।

আরও পড়ুনঃ Dearness Allowance : মুন্ডু কেটে নিলেও এর থেকে বেশি DA দিতে পারব না-মমতা