HS Exam 2023: ১৪ই মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয়ের পরীক্ষা দেখুন এক ঝলকে




সদ্য শেষ হল মাধ্যমিক পরীক্ষা। এদিকে আগামী ১৪ই মার্চ থেকে রাজ্যে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে কোন বিষয়ের পরীক্ষা তা জেনে নিন এক ঝলকে।



উচ্চ মাধ্যমিক পরীক্ষাসূচী এক নজরে দেখে নেওয়া যাক:


14 মার্চ- বাংলা(এ), ইংরেজি(এ), হিন্দি(এ), উর্দু, সাওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাতি এবং পাঞ্জাবি

16 মার্চ- বাংলা (বি), ইংরেজি(বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ

17 মার্চ- ভোকেশনাল সাবজেক্ট (যেমন হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি ইত্যাদি)

18 মার্চ- বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স

20 মার্চ- অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রানমি, ইতিহাস

21 মার্চ- কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন

22 মার্চ- কমার্শিয়াল ল, ফিলোলজি, সোশিওলজি

23 মার্চ- পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি

24 মার্চ- অর্থনীতি

25 মার্চ- রসায়ন, জার্নালিসম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ

27 মার্চ- স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট