Breaking: আদালতের নির্দেশে চাকরি হারানোর পথে ৮৪২ জন গ্রুপ সি কর্মী 

Highcourt


আদালতের নির্দেশে চাকরি হারালেন ৮৪২ গ্রুপ সি কর্মী। নিয়োগে বেলাগাম দুর্নীতি, নবম-দশম, গ্রুপ ডির পরে এবার গ্রুপ সি-তেও চাকরি বাতিল করলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল দুপুর ১২ টার মধ্যে সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল বিকাল ৩ টার মধ্যে নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। 



৭৮৫ জনের সুপারিশপত্র বাতিল করার নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে। বাকি ৫৭ জনকে কোনো সুপারিশ পত্র দেয়নি কমিশন হলফনামা দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।



২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি-তে চাকরি পান ২০৩৭ জন, চাকরি গেল ৮৪২ জনের। যাদের চাকরি গেল তাাঁরাকাল থেকেই ঢুকতে পারবে না স্কুলে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি। চাকরিচ্যুতদের বেতন ফেরতের বিষয় নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন বিচারপতি।




১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 'র‍্যাঙ্ক জাম্প-সহ অন্য দুর্নীতির কারণে ওয়েটিং লিস্টে থাকলে, কাউন্সেলিংয়ে নয়'। ২৫ মার্চের মধ্যে কাউন্সেলিং শেষ করার নির্দেশ হাইকোর্টের।