Primary Recruitment: প্রাথমিকে ইন্টারভিউ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ 

Primary Recruitment


প্রাথমিকে ইন্টারভিউ নিয়ে বড় বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ‌। অষ্টম পেজের ইন্টারভিউ নিয়ে বিজ্ঞপ্তি দিল পর্ষদ। কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ হবে কলকাতাতেই। এদিন, পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২০ই মার্চ থেকে হাওড়া জেলার ইন্টারভিউ শুরু হবে।



প্রাথমিকে নিয়োগ দুর্নীতি ঠেকাতে এবার একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পর্ষদ। এবারে ইন্টারভিউয়ে থাকবে চক- ডাস্টার! এমনকি ক্লাস নিতে হবে চাকরিপ্রার্থীদের। সঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও। খাতায় কলমে নম্বর নয় সরাসরি কমিশনের সার্ভারে নম্বর দেবে পরীক্ষকরা। এমনটাই জানা গিয়েছিল। তিনজন পরীক্ষকদের দেওয়া গড় নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। এরফলে আর কারচুরি করার সুযোগ থাকবে না বলে দাবি পর্ষদের।



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওড়া জেলার জন্য যাঁরা শিক্ষকপদে আবেদন করেছেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে। বাকি জেলার প্রাইমারি টেট পাশ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ধাপে ধাপে সম্পন্ন হবে। অষ্টম ফেজের ইন্টারভিউ নেওয়া শুরু হচ্ছে ২০ মার্চ থেকে। চলবে ২৪ মার্চ পর্যন্ত।