সংগ্রামী যৌথ মঞ্চের উদ্দেশ্যে রাজ্যপালের বার্তা

WB Governor



রাজ্যপাল আজ টুইট করে জানালেন অনশন তুলে নেওয়ার জন্য। আলোচনার মাধ্যমে সমাধান করার পরামর্শ দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) এবং বকেয়া ডিএ পরিশোধ সহ একাধিক দাবিতে যেমন চলছে ধর্মঘট সহ নানান আন্দোলন তেমনি চলছে অনশন। ইতিমধ্যে একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন অনশনকারী। এবার অনশনকারীদের কাছে অনশন তোলার আবেদন জানিয়ে টুইট করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

চতুর্থ সপ্তাহে পড়েছে এই অনশন কর্মসূচী । অনশনকারীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে অনশন তুলে আলোচনায় বসার আহ্বান জানিয়ে রাজ্যপাল ট্যুইট বার্তায় লিখেছেন ‘‘রাজ্যপাল গভীর ভাবে ব্যথিত যে, সরকারি কর্মীদের অনশন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। সমস্যা জটিল হতে পারে কিন্তু সব সময় সমাধানের একটি সহজ উপায় আছে। আমাদের ভাইদের মূল্যবান জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাঁরা তাঁদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অনশন করে চলেছেন।’’

WB Governor :  সংগ্রামী যৌথ মঞ্চের উদ্দেশ্যে রাজ্যপালের বিশেষ বার্তা


রাজ্যপাল আন্দোলনকারীদের অবিলম্বে অনশন তুলে নেওয়ার আবেদন করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে একসঙ্গে বসে সমস্যা সমাধানের গ্রহণযোগ্য উপায় খুঁজে বার করার জন্য অনুরোধ করেছেন।

এই প্রসঙ্গে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে কিংকর অধিকারী বলেছেন- "আমাদের অনুরোধ, তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার, মাননীয় রাজ্যপাল এবং সংগ্রামী যৌথ মঞ্চকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করুন।"