Latest News

6/recent/ticker-posts

Ad Code

আলুর বন্ডের কালোবাজারি রুখতে জাতীয় সড়ক অবরোধ

আলুর বন্ডের কালোবাজারি রুখতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সারা ভারত কৃষক সভার ধূপগুড়ি ব্লক কমিটির।

Road blocked



ধূপগুড়ি,জয়ন্ত বর্মণ



শনিবার সকালে সারা ভারত কৃষক সভা ধুপগুড়ি ব্লক কমিটির তরফে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। আলুর দাম কুইন্টাল প্রতি এক হাজার টাকা। আলু চাষ এবং আলু চাষী বাঁচাও আন্দোলনে চার দফা দাবিতে পথ অবরোধ ডাক দেওয়া হয়েছে সারা ভারত কৃষক সভার তরফে। 



রাজ্য সরকারকে আলুর দাম কুইন্টাল প্রতি এক হাজার টাকা দিতে হবে।হিমঘরে আলু সংরক্ষণে চাষিদের অগ্রাধিকার দিতে হবে।এর পাশাপাশি আলুর বন্ডের কালোবাজারি বন্ধ করতে হবে।এই সমস্ত দাবিতে শনিবার ধূপগুড়ি শহরের মিছিল করে মায়ের স্থানের সামনে জাতীয় সড়ক অবরোধ করা হয়।সড়কের উপরে বসে চলে অবরোধ।



ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী।প্রায় ৩০ মিনিট অবরোধ চলে।পরবর্তী সারা ভারত কৃষক সভার তরফে তাদের দাবির বিষয়ে একটি স্মারকলিপি ধূপগুড়ি থানার আইসির হাতে তুলে দেয়।পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code