Latest News

6/recent/ticker-posts

Ad Code

দ্রুত গতির ট্রাকের নীচে পিশে গেলো বাইক, ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ

দ্রুত গতির ট্রাকের নীচে পিশে গেলো বাইক, ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ


দ্রুত গতির ট্রাকের নীচে পিশে গেলো বাইক, ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ

অমিত সিন্‌হা, চাত্রাচেকাডারাঃ 

আজ দুপুর ১ টা নাগাদ চাত্রাচেকাডারা এলাকায় দ্রুতগতির ট্রাকের নীচে পড়ে যায় বাইক। বেশ কিছু দূর পিছলে যায় বাইকটি। গুরুতর আহত হয় বাইক চালক।

দ্রুত গতির ট্রাকের নীচে পিশে গেলো বাইক, ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ

বাইক চালকের নাম তাপস রায়। ট্রাকের চালক পলাতক।

দ্রুত গতির ট্রাকের নীচে পিশে গেলো বাইক, ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ


ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ ।

প্রত্যক্ষদর্শীরা জানান তাপস রায় নামের এক ব্যাক্তি বাইক চালিয়ে চাত্রা চেকাডারার দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় বলরামপুর থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ঘটনায় ট্রাকের সামনের দিকে ভেতরে ঢুকে যায় বাইক সহ চালক নিজেই। কোনক্রমে প্রাণে রক্ষা পায় বাইক চালকের। তবে এই ঘটনায় গুরুতর আহত হয় ওই বাইক চালক। 

তার দুটো পা ভেঙে যায় বলে জানা গিয়েছে। স্থানীয়রা উদ্ধার করে কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। 

পাশপাশি স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে নাজিরহাট পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ঘাতক ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে যায়। 

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। তবে ঘাতক ট্রাকটির চালক পলাতক বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code