Weather Update: আসছে কালবৈশাখী !, ৫০ থেকে ৯০ কিমি প্রতি ঘন্টায় ঝড়ের সম্ভাবনা, কোন কোন জেলায় পড়বে প্রভাব?


Weather Update



কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহেই বাংলায় কালবৈশাখীর দাপট শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে একটি গভীর অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবে শনিবার থেকেই আবহাওয়ায় বদল দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গে বর্তমানে মেঘলা আকাশ।

Weather Update




আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামী সপ্তাহে আরও একটি ঝঞ্ঝা উপস্থিত হতে পারে দক্ষিণবঙ্গে। ফলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মার্চের মাঝামাঝি বাংলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে মূলত কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।




১৫ মার্চ, বুধবার থেকে আবহাওয়ায় বদল হবে। তাপমাত্রা কিছুটা কমবে। ১৬ এবং ১৭ মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে, সোমবার থেকে ফের উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।




১৩ ও ১৪ মার্চ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। বুধবার ১৫ মার্চ থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


মার্চের ১৫ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা বর্ধমান নদীয়া ২৪ পরগণা মুর্শিদাবাদ সহ সমগ্র দক্ষিণবঙ্গে কমবেশি কালবৈশাখী ঝড় সহ বজ্রঝঞ্ঝা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঘন্টায় ৫০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ উঠতে পারে। কিছু কিছু জায়গায় ঝড়ের গতি ১০০ কিলোমিটার ঠেকে যেতে পারে।


পশ্চিমী ঝঞ্ঝা নেমে আসায় ও পাশাপাশি পূর্ব মধ্য ভারতে সম্মিলন অঞ্চল তৈরি হবার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করে কালবৈশাখী তৈরি করবে। ১৪ মার্চ ২০২৩ থেকেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।