Loan : গ্রাহককে না জানিয়েই লোনের টাকা তুলে নেবার অভিযোগ ঘিরে চাঞ্চল্য

worker
লোন কোম্পানির দুই আধিকারিককে ঘিরে প্রতিবাদ


একটি বেসরকারি সংস্থার কর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষের লোনের টাকা তুলে নেবার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং এলাকায় ।

জানা গেছে কয়েক দিন থেকেই এই বেসরকারি সংস্থার কয়েক জন কর্মী হাতের ছাপ ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে সাধারণ মানুষের নামে লোনের টাকা নিয়েছে। এইদিন কয়েক জন এইরকম মানুষের খোঁজ মিলছিলো যারা লোন সামান্য কিছু নিলেও তাদের লোনের পরিমাণ অনেক টাকা বেশি হয়েগেছে। আবার কেউ অভিযোগ করেন লোন নেই নাই অথচ আমাদের নামে লোন আছে।

worker
 স্থানীয় মানুষজন 

তাই শুক্রবার বিকেলে সেই দুই কর্মীকে হাতেনাতে পেয়ে বেশ কিছু টা সময় আটকে রেখেছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ এলাকার বাসিন্দাদের ভুল বুঝিয়ে, আমাদের নামে লোন উঠিয়ে বিপদে ফেলেছে। আসলে এই সংস্থা সাধারণ মানুষ দের কিস্তি মারফত লোন দিয়ে থাকে। কিন্তু কয়েক জন কর্মীরা মিলে নিজেদের নামে অতিরিক্ত লোন তুলে নিয়েছেন এমনটাই অভিযোগ।

তবে সংস্থার কর্মীরা বলেন এটা টেকনিক্যাল সমস্যা। আমরা লোন তুলি নাই। যদিও পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখতে সেই দুই কর্মীকে কোতয়ালী থানায় নিয়ে যায়।