Virat Kohli: পঞ্চম ভারতীয় হিসেবে টেস্টে নয়া নজির গড়লেন বিরাট কোহলি 



অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেস্টে নয়া নজির গড়লেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাদাদ টেস্টের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করার পথে পঞ্চম ভারতীয় হিসেবে সেই রেকর্ড গড়লেন বিরাট। এদিন ঘরের মাঠে টেস্টে ৪০০০ রানের মাইলস্টোন টপকে যান বিরাট।




৪০০০ রানের মাইলফলক স্পর্শ করতে ৪২ রান দূরে ছিল বিরাট। টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ইনিংসের ৮৬.৬ ওভারে নাথান লিয়নকে চার মেরে লক্ষ্য়ে পৌঁছে যান তিনি। উল্লেখ্য যে ঘরের মাঠে এটি তার ৫০তম টেস্ট ম্যাচ।



কোহলির আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান করেছেন কেবল সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর ও বীরেন্দ্র সেহওয়াগ।



৭২১৬ রান সংগ্রহ করে এক নম্বরে রয়েছেন মাস্টার ব্লাস্টার। দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহকারী ভারতীয় ক্রিকেটার হলেন রাহুল দ্রাবিড়। সংগ্রহ ৫৫৯৮। সুনীল গাভাসকর ৫০৬৭ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। এরপরেই সেহওয়াগ। টেস্ট ক্রিকেটে ৪৬৫৬ রান সংগ্রহ করেন। আর এবার সেই রেকর্ড কোহলির ঝুলিতে।



চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এটিই কোহলির প্রথম অর্ধশতরান।