প্রশ্নে বলা থাকলেও দেওয়া হয়নি গ্রাফ পেপার, মাধ্যমিকের গণিতে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন
মাধ্যমিকের গণিত পরীক্ষা ছিলো আজ। প্রশ্নপত্রের শুরুতেই উল্লেখ ছিলো- "1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর প্রশ্নসংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে। এর জন্য প্রয়োজনবোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডানদিকে মার্জিন টেনে করতে হবে। কোনো প্রকার সারণি বা গণকযন্ত্র ব্যবহার করা যাবে না। গণনার প্রয়োজনে এর আসন্ন মান ধরে নিতে হবে। দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে। পাটীগণিতের অঙ্ক বীজগাণিতিক পদ্ধতিতে করা যেতে পারে।" অথচ পর্ষদের পক্ষ থেকে কোন গ্রাফ পেপার সরবরাহ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
মাধ্যমিক গণিতে গত কয়েকবছর ধরে যে প্যাটার্ন ফলো করছে, সেই অনুযায়ী 15নং দাগের একটি প্রশ্ন প্রায়শই দেখা যায় গ্রাফ পেপারে ওজাইভ অঙ্কন এবং সেইমত প্রশ্নের শুরুতেই নির্দেশিকা থাকে। “দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে” – আর প্রশ্নপত্রে এই নির্দেশ দেখে পরীক্ষার্থীরা গ্রাফ পেপার চেয়ে বসে। কিন্তু এবছর পর্ষদ গণিত পরীক্ষার জন্য কোন গ্রাফ পেপার সরবরাহ করেনি।
সূত্রের খবর, পরীক্ষা শুরু হওয়ার প্রায় ঘন্টাখানেক পর প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সেন্টার সেক্রেটারীদের পর্ষদ মেইল মারফৎ জানিয়েছে কোনো গ্রাফ পেপার দেওয়া হবে না। খাতাতেই আঁকতে হবে গ্রাফ। অথচ পরীক্ষার্থীরা গ্রাফ পেপারেই ওজাইভ এঁকে অভ্যস্ত। এক্ষেত্রে বহু পরীক্ষার্থীই সমস্যায় পড়েছে ।
এই বিষয়ে এবিটিএ এর রাজ্য সহ সম্পাদক সুজিৎ দাস বলেছেন- " গ্রাফ পেপারে করেই ছাত্রছাত্রীরা অভ্যস্ত এবং তারা বিদ্যালয়ে প্র্যাক্টিস, বাড়িতে প্র্যাক্টিস গ্রাফ পেপারেই করে । স্বাভাবিক ভাবে মাধ্যমিক পরীক্ষা যখন হচ্ছে তখন ইতিহাস, ভূগোলের ক্ষেত্রে ম্যাপ সাপ্লাই যেভাবে করা হয় সেভাবে গ্রাফ সাপ্লাই করবে এটাই এতোদিন হয়ে এসেছে। এবার দেখলাম মধ্যশিক্ষা পর্ষদ প্রশ্নের সাথে গ্রাফ পেপার পাঠায়নি। ফলে কোন কোন বিদ্যালয় নিজ উদ্যোগে গ্রাফ পেপার সংগ্রহ করে ছাত্রছাত্রীদের হাতে দেয়। কিন্তু বেশিরভাগ বিদ্যালয়ের ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে। "
ইতমধ্যে মাধ্যমিকের অঙ্ক পরিক্ষার উত্তরপত্রের সঙ্গে গ্রাফ পেপার সরবরাহ না করার ঘটনায় ডেপুটি সেক্রেটারি (Examination) মৌসুমি বন্দ্যোপাধ্যায় (ভদ্র)-র কাছে রিপোর্ট তলব করছেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ৪ মার্চের মধ্যে এই বিষয়ে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের জারি করা প্রেস নোটে বলা হয়েছে, যাঁরা প্রশ্নপত্র তৈরি করেছেন বা মডারেটররা কেউই নিজেদের নোটে গ্রাফ পেপার সরবরাহ করার কথা জানাননি। তাই উত্তরপত্রের সঙ্গে গ্রাফ পেপার দেওয়া হয়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊