Latest News

6/recent/ticker-posts

Ad Code

HS 2023 : মাধ্যমিকের মতন ঘটনা যাতে না ঘটে তাই উচ্চমাধ্যমিকে বিশেষ ব্যবস্থা

HS 2023 : মাধ্যমিকের মতন ঘটনা যাতে না ঘটে তাই উচ্চমাধ্যমিকে বিশেষ ব্যবস্থা 


students in exam hall



জলপাইগুড়িতে হাতির হানায় মাধ্যমিক ছাত্রের মৃত্যুর পর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিশেষ গুরুত্ব বন বসতি এলাকার উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য।থাকছে বিনামূল্যে দুইবেলা বাস পরিষেবা।

14 ই মার্চথেকে এই বছরের শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। শেষ হবে 27শে মার্চ। বাড়তি সতর্কতা বন বসতি এলাকার উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য।

থাকছে বাস পরিষেবা বিভিন্ন বন বসতি এলাকায়। এইবার  জলপাইগুড়ি জেলা থেকে মোট পরীক্ষা দিচ্ছে 23674জন । তার মধ্যে ছাত্র 9265 ও ছাত্রী 14409। মেন ভেনু 17টি। তার অন্তর্গত  রয়েছে 74 টি ভেনু । প্রতিটি কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা। 

জলপাইগুড়ি জেলা জয়েন কনভেনার অঞ্জন দাস জানিয়েছেন ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্প শুরু হবার জন্য পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে তাই এই বছর ছাত্র থেকে ছাত্রীদের স়ংখ্যা মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও বেশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code