প্রধানমন্ত্রী আবাস যোজনার ফাইনাল সার্ভের নামে ফিঙ্গার প্রিন্ট দিয়ে টাকা তুলে পালালো দুই যুবক


pm awas yojana
পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃত যুবককে 


গতকাল দিনহাটার বুড়িরহাট সংলগ্ন নাজিরগঞ্জ গ্রামে সাধন বোস নামের এক ব্যক্তির বাড়িতে সকাল ১০ টা নাগাদ দুই যুবক এসে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফাইনাল সার্ভের নাম করে বিভিন্ন কাগজপত্র দেখতে চায়। এরপর পাশবই, আধার কার্ড, বিভিন্ন কাগজ পত্র চেয়ে নিয়ে বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ নেয়।

সে সময় কিছু বুঝতে না পারলেও সেই দুই অপরিচিত যুবক চলে যাওয়ার পর তাদের সন্দেহ হওয়ায় সাধন বোস বুড়িরহাট বাজারে অবস্থিত ব্যঙ্কে গিয়ে নিজের পাসবই আপডেট করে জানতে পারেন তার অ্যাকাউন্টে ৭৮০০ টাকা ছিলো, সকাল ১০ টা ৭ মিনিটে ৭ হাজার টাকা তোলা হয়েছে।

দুপুর ১২ টা নাগাদ যখন সেই ব্যক্তি ব্যাঙ্ক থেকে বেড়িয়ে বাজারে আসেন , সেই মুহূর্তেই সেই দুই যুবককে দেখতে পেয়ে চিৎকার করেন। সে সময় বাজারে উপস্থিত লোকজন একজন কে ধরতে পায়, আর একজন পালিয়ে যায়। পরে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে ছেলেটিকে নিয়ে যায়।

জানাগেছে, এই দুই যুবক কিছুদিন আগে বলরামপুরেও একই ভাবে জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছিলো। একজনের বাড়ি কোচবিহারের শুটকাবাড়ি, আর একজনের বাড়ি নিগমনগরে।