DIGITAL STRIKE : আজ থেকে ডিজিটাল স্ট্রাইক চলবে রাজ্যজুড়ে!

DIGITAL STRIKE



গতকাল রাজ্যজুড়ে ধর্মঘটে ব্যাপক সাড়া পড়েছে। তবে থেমে নেই সংগ্রামী যৌথ মঞ্চ, আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল স্ট্রাইক (DIGITAL STRIKE)। সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনর  বলেছেন 'ডিজিটাল স্ট্রাইক' (DIGITAL STRIKE) এর কথা। অর্থাৎ নিজেদের নেট, টাকা ও অতিরিক্ত সময় খরচ করে WhatsApp জাতীয় ডিজিটাল প্লাটফর্মে আর কোনো কাজ করা হবে না। তিনি ভবিষ্যতে সমস্ত সরকারি কর্মচারীদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপও পরিত্যাগ করার প্রস্তাব রেখেছেন।




জানাগেছে "ডিজিটাল স্ট্রাইক"(DIGITAL STRIKE) - ১১ই মার্চ, শনিবার থেকে শুরু হবে, সমস্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট নেবে সকলে এবং ছুটির দিনে ও ওয়ার্কিং আওয়ারের বাইরে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কোন নির্দেশ মোতাবেক কাজ না করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এখনো পর্যন্ত পাওয়া খবরে ইতিমধ্যে সরকারি কর্মচারীরা ডিজিটাল স্ট্রাইক (DIGITAL STRIKE) শুরু করে দিয়েছেন। সরকারী কর্মচারীদের বক্তব্য- "স্মার্ট ফোনটা আমার, তাতে যে DATA Pack Recharge করা হয় সেটাও আমার উপার্জনের টাকায়। আমি সরকারি কাজে সেগুলো ব্যবহার করতে বাধ্য নই। হোক DIGITAL STRIKE।"

এছাড়াও পরবর্তীতে " লাগাতার ধর্মঘট/ কর্মবিরতি " নিয়ে ভাবনাচিন্তা করা হতে পারে। আগামী ১৫ই মার্চের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্ত ৫৫ টি সংগঠনের প্রত্যেকে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।